কাঁটা সয়ে গোলাপ,
হুল সয়ে মধু।
কপাল সয়ে কপালে কী খেল!
রাম-সাম আর যদু!
.
ঘাট ছেড়ে রোজ জাহাজ কত গেল,
চাঁদ ফুরিয়ে চাঁদ ফুরিয়ে মাস!
রুমাল নাড়ি সারেং যদি পেল!
দিনে দিনে বাড়ছে সর্বনাশ!
নয়দুয়ারি ধুলার খবর জানে,
পথের মাঝে মরীচিকায় ভূল!
হাটতে হবে,কতটা পথ বাকি?
কত জলে ডুবলে পরে কূল?
.
নয়দুয়ারি দশদুয়ারে ফিরে
গ্রীস্ম-বর্ষা,সকাল-সন্ধ্যা,রোজ।
সেই দরজা এমনি কি আর খুলে,
খুলতে হলে মিলতে হবে খোঁজ!