এ বাতাসে রোজ আকাশে
কত নামে চিঠি  ভাসে।
সে চিঠিতে হাসি থাকে,
কথা থাকে,
প্রানে প্রানে ছোঁয়া থাকে,
কিছু শব্দ নিস্তব্দ চেয়ে থাকে আজীবন!
চিঠি আছে বাতাসি ডাকপিয়ন?

বাতাসি ডাকপিয়ন,
কেন চুলে দিচ্ছ দোলা?
এ মন আজ আত্নভোলা!
সে কি ছায়ায় মিশে দূরে?
তার ঘ্রান বাতাসে উড়ে!
অনূভবে অনূভবে না ফুরালে এ প্রহর...।

বাতাসি ডাকপিয়ন,
এই শন শন শন গানে
যেন কি শুনি কানে কানে!
সে কি বলছে?
কী সে বলছে?
কিছু বলছে?
বল এনেছ খবর?

বাতাসি ডাকপিয়ন,
কথাগুলো আজো যে গুলো
চোখে চেয়ে বলা হয়নি;
পাশাপাশি পথগুলো
আঙুলে বেঁধে যায়নি;
যুগে যুগে তার পথঘাট সরে দূরে থেকে দূরে,
প্রত্যেকদিন বুক থেকে মহাকাব্য গেছে সরে!


ডাকপিয়ন!
বাতাসি ডাকপিয়ন!
চিঠিটা নিয়ে যেয়ো,
এবার উত্তর এনে দিও...।