.......তারপর-
কম্পাস ফেলে তারাদের চেয়ে চেয়ে
আলোক বর্ষ ছেড়ে চলে যায় ঘোর!
পা থেকে ক্ষয়ে গলা অবধি এসে...!
মঞ্জিল কী বা? মঞ্জিল কতো দূর?
মৃতের স্তূপে লাউয়ের চারার মত
নতুন শ্বাসের আনন্দঘন নীড়।
ক্রমে বেড়ে উঠে তেলে-জ্বলে-ধূলে মিশে;
জীবনের পালে হাওয়া লাগে অস্থির!
কুয়াশা চাদরে নতুন ঊষার রোদে
কাঁপা কাঁপা প্রাণে রঙ্গিন রেণুর ছাঁট!
শামুকের মত জিভ টানা পথ বেয়ে-
জমে উঠে ওই আকাশতলীর হাট।
এ বেলা জীবন জীবনের সাথে মিশে-
জাবেদার খাতা হিসেবে হিসেবে মিল!
সলতে পুড়িয়ে অসীমের বিভ্রমে
রোজনামচা লিখে চলে পেন্সিল।
এমনি কতটা ম্যরাথন ছুটে ছুটে-
জীবন-মরনে কম্পাসে দাগ কেটে-
পাড়ি থামেনা,প্রশ্ন আকণ্ঠ ভীড়!
সীমার মাঝে অসীমের লুকোচুরি!
পথ শেষে পথ-
ধোঁয়াশায় ছাঁওয়া নীড়....