এইতো সেদিন-
আমায় নিয়ে বেড়াতে যাবে বলে,
বাবার দেয়া লকেট ঝুলাতে গলে।
আয়নায় তুমি অপরূপ রুপে ভেসে,
এক চিলতে মিষ্টি হাসি হেসে
বলতে,"কেমন হল দেখতো?"
আমি মুগ্ধতা চেপে হৃদয় অনি:শেষে
বলতাম-এতো সেজোনাতো মা!
নজর লাগবে শেষে!
তুমি কপালের ভাজে মৃদু মৃদু রাগ চেপে
বলতে,"জানিস্,বছর দশেক আগে
বেরুবো বলে তোর কপালে কাজল টীকা একে,
সারাটা পথ আগলে রাখি কেউবা যদি দেখে!"
.
এইতো মা সেদিন,
বানিয়ে তুমি গল্প বলার ছলে,
ছোট্ট মুখে খাবার দিতে তুলে।
বলতে তুমি,"তেপান্তরের ছোট্ট সবুজ দেশে
খোকা রে তুই রাজকুমারের বেশে!
লক্ষ সেনার বহর নিয়ে ময়ূরপংখী দুলে,
সবুজ দেশের রাজকন্যা আনবি খোকা তুলে....."
এইতো সেদিন,
ঘুম পাড়ানীর গল্প বলে বলে
পা দুলিয়ে ঘুম পাড়াতে,দুচোখে ঘুম এলে
ছোট্ট করে দিতে চুমু
তুলনা কি মিলে?
.
আর আজ
যাবার বেলায় কলেজ ব্যাগটা ধরে,
কাঁদছ তুমি লুকিয়ে নির্ঝরে।
"ভালো থাকিস..."
কান্না জড়ানো স্বরে,
বললে মাগো আমার হাতটি ধরে।
শতাব্দীও পার হয়নি
তবে মা এমন কেন হলো?
কেন তোমার স্নেহের বিসর্জনে প্রান্ত বদল বলো?
কেন বুক পকেটে তোমার ছবিটা দেখে দেখে হয় ম্লান?
বলো কার আঁচলে ফের খুজে পাবো চিরচেনা সেই ঘ্রান?
.
শুনে রাখো মা,
আমি সময়ের বিন্দুতে প্লাবন ঘটাবো!
টাইম মেশিনে মাথা ঠুকে ঠুকে সেই সেদিনের অতীত ফেরাব!
হারাতে দেবো না সে অতীত,
আমি ফের তোমার গলা জড়াবো!
ভাল থেকো মা,
নিজের খেয়াল রেখো।