ওগো চাঁদ,
মোর প্রিয়ার খোপার ফুল হবে এসো।
আর ঐ চাঁদমুখে মুখ লুকিয়ে আড়াল হয়ে হেসো।
.
আজ এ জ্যোৎস্না রাতে প্রানেতে মিশেছে প্রান।
আজ ভিজেছি দু 'জন রূপালী আলোয়
বেঁধেছি মধুর গান।
তুমি কাছে এসে মোরে নাই ডাকো
তবু হৃদয়েই ভালোবেসো।
ওগো চাঁদ,
মোর প্রিয়ার খোপার ফুল হবে এসো।
.
আজ দীঘির জ্বলে ঢেউ ছড়াব,
জল ছিটাবো গায়।
চাঁদের আলোয় মাতব ভেসে
ময়ূরপঙ্খী নায়।
কবে স্বপন জুড়ে এলে ওগো
ভাসালে প্রেমের বান,
একি মায়ার মোহে বাঁধলে আমায়
হারালাম মন প্রান!
আজ এ মোরে মরমে শুনিয়োগো বানী
মাতাল কণ্ঠে হেসো।
ওগো চাঁদ,
মোর প্রিয়ার খোপার ফুল হবে এসো।
.
মোরা লুকোচুরি খেলব দু'জন হিজল বনের ছায়,
আর দু হাত ভরে ফুল কুড়াব
বকুলের তলায়।
আজ উদাস বাঁশী ঘুম পাড়াবে
বাজিয়ে মোহন সুর।
সখি জনম জনম কাটত যদি,
রাত না হত ভোর!
কভু আমার যদি নাই থাকো
তবু জানবই ভালোবাসো!
ওগো চাঁদ,
মোর প্রিয়ার খোপার ফুল হবে এসো।