এক ঘুমিয়ে থাকা সকাল সাতে
রোদটাকে নিয়ে তোর মুঠো হাতে
উঁচু করে ধরে ঘুম চোখে ছেড়ে দিতি,
ভেজা ভেজা এক সহসা ভোরে
উৎসুক চোখে ছাদ টাতে ঘুরে
এক আকাশ নীল ডায়রিতে রেখে দিতি.
তোর ছোট্ট হাতের শীতল পরশ,
মিছেমিছি না পাই নেমে যাবে ধস!
কল্পনাতে হাসছিস তুই,খেলছিস তুই,বাড়ছিস....
তোর মিছে বিচরন আনে শিহরণ
গল্প শোনাই তোকে আনমন,
আর আমার কোলে মাথা গুজে তুই খিলখিল করে হাসছিস....
.
তোকে দেব বলে শরৎ-এর নীল কাশফুল মালা হয়ে হয়ে যায় হেসে,
প্রজাপতি রঙ সবুজ বনে সকাল দুপুর রোদ-দল ছুয়ে যায় ভেসে।
তোকে দেব বলে রোজ বাতাসে দোলে মহুয়া পাতার বাড়ি
তুই ছুটবি বলে কদম তলে
কদম পাতার গাড়ি।
কবে এলি? নাকি এলিনা
সে  হিসেবটা আজ ও মেলেনা।
শুধু রঙ্গিন ধূসর কল্প গল্প বেশ
মেহেনাজ বোনটি আমার
ভালোবাসা অনিঃশেষ!
.
.
.
.
email:kamalsuvo@gmail.com
phone no. 01811522652¤