আমার ভাঙ্গাচুরা নিশ্বাস!
আমার অগুছালো বেড,
রঙ-চটা বিবর্ণ দেয়ালে
"ইট্স মেসবাহ" নেম-প্লেট!
.
জীর্ণ টেবিলে বিচিত্র রংহীন
ধুলি মাখা নোট
মলিন শার্ট-প্যান্ট,,
বেমানান CRAZY স্টাইল
আর অহেতুক ঝাঁঝালো সেন্ট!
.
আমার নীতিবাক্যের ক্লাশ
আমার টাইম PASS করা প্রাইভেট,
আমার বেপরোয়া ইভটিজিং
আমার প্রেমে ব্যার্থ রুম-মেট!
.
আমার রুক্ষ মেজাজ!
আমার ধুলি উড়া শ্বাস!
বিবর্ণতা
চূর্নতা
তবু এ আনন্দ নগরীতে বাস !!
.
আমার বেসুরা গিটার
কবিতা-হেডফোন-গান,
খোলা চিঠি
দূর হাসিমুখ
অবশ আবেগ টান!
.
হিসেবের ভিড়ে চাপা চিরকুট!
জানে বিজ্ঞাপনের সুন্দরী দেখা নগর!
শেষ বিকেল,
শেষ রোদ,
এ আমার চেনা শহর।
.
কভূ একাকি কান্না
কভূ সাত পাঁচ ভাবনা
উন্মাদের মত শুকোনো হাসি!
চেনা নাম্বার
চেনা মিসড কল
চেনা কণ্ঠে ললনার "ভালবাসি"
.
তবু এক গ্রাস সুবাতাস!
এক মুঠো দীর্ঘ শ্বাস!!
লাল-নীল আঁচড়ে কেটে যায় রোদ ক্যানভাস!
ছলনা-উপহাস!
চেপে থাকা এ চার পাশ!
তবু এক - ই বিকেলে ভিজে যায় নীলাকাশ!