নীলাভ আলোয় ঢাকা রাতে
আধো আলো সংঘাতে
একটা মানুষ দরজা খুলে চুপচাপ নেমে যায়;
কিছু তারা জ্বলে যায়,
কিছু তারা খসে যায়,
একটা মানুষ যেতে যেতে যেতে নতুন ঠিকানায়।
জেগে যায় ধীরে প্রেমিকের ছায়া
অথবা ফসিল,লাশ;
বাতাসে বইছে সময়ের টান
হরেক নিঃশ্বাস;
বিচরন বাড়ে অশ্রু বা হাসি দু'দিকের সীমানায়,
একটা মানুষ যেতে যেতে যেতে নতুন ঠিকানায়।
চাঁদ জাগা এক রাতে
আধো আলো সংঘাতে
হাজার মানুষ দরজা খুলে চুপচাপ নেমে যায়;
কিছু তারা জ্বলে যায়,
কিছু তারা নিভে যায়,
........যেতে যেতে যেতে নতুন ঠিকানায়।