ঘর ছেড়ে দু’পা দূরে বট,সেগুনের ছায়ায়
সারাবেলা ক্যারাম জুড়ে
কেউ হেরে গিয়ে,কেউ বা হারায়।
আমাদের হাতে,মুখে সাদা আবিরের মত উৎসব,
কিছু আহত বা বোকা বুকে প্রতিধ্বনি করে উঠে কলরব;
কলরবে কোলাহলে বট-সেগুনের এই সীমানায়
যদি জমে থাকা ব্যাথা আর অশুভ ইচ্ছে সব হেরে যায়।


ঘর ছেড়ে একটু দূরে
খেলাঘরে,দোকানে বা রাস্তায়
সারাবেলা ক্যারাম জুড়ে
কেউ হেরে গিয়ে কেউ বা হারায়।
বাতাসে ধোঁয়া রেখে চা,কফি অথবা কড়া নিকোটিন,
আকাশে হারিয়ে যাবে কথামালা,অভিমান প্রতিদিন,
হেরে হেরে জিতে যাওয়া,রাজনীতিকেরও গুটি খেলে যায়
ঘর ছেড়ে কিছু দূরে খেলাঘরে,দোকানে বা রাস্তায়।


আমাদের শরীরে সাদা আবিরের মত উৎসব,
কিছু আহত বা বোকা বুকে প্রতিধ্বনি করে উঠে কলরব;
কলরবে,কোলাহলে ক্যারামের এইটুকু সীমানায়
যদি জমে থাকা ব্যাথা আর অশুভ ইচ্ছে সব হেরে যায়..