একটা পাখি গান ধরে যায়,
সুর রেখে যায় শুনি বর্ণমালায়;
একটা দুপুর রোদে পুড়ে যায়,
ক্ষোভে জ্বলে যায় দেখি কৃষ্ণচূড়ায়!
এক শিশুর ছবির খাতায়,
এক বালিকার দু'চোখের ভাষায়
আমার বর্ণমালা ভালবেসে কথা বলে যায়।

একটা বাতাস চুল উড়িয়ে যায়,
গান শুনিয়ে যায় শুনি বাংলা ভাষায়;
একটা দেয়াল সহসা জেগে যায়,
বাংলা বলে যায় আর বাংলা বলে যায়!
একটা ফ্রেমে-ঝাপসা ছবিটায়,
এক মায়ের বুকের উষ্ণতায়
আমার বর্ণমালা লাল-লাল ছাঁপ রেখে যায়!

একটা বাংলা,
একটা হাসি,
একটা স্বপ্ন,
একটা বাঁঁশি,
একটা ডায়েরি,
কবিতা,স্লোগান,
খয়েরি সাক্ষ্যী,
আর আমার বর্ণমালার ঘ্রাণ!