কী লিখব কবিতায় তাই শুধু ভাবছি
ভাবতে ভাবতে জীবনের মূল্যবান সময়টাকে পার করছি
কিন্তু কিছুই লিখতে পারছি না
মনের রাজ্যে বিরাজ করছে মাঘের শীত
বসন্তের দেখা পাওয়ার জন্য মন খুবই তৃষ্ণার্ত ।
শীতের শেষে বসন্তের আগমন
তাই শুধু ভাবছে মন কী করব এখন ।
অনেক বিষয় মনের মাঝে রোজ ই বিচরণ করে
কিন্তু সবকিছু কেই কী কবিতায় স্থান দেয়া যায় ।
কবিতা যে আমার কাছে নান্দনিক সত্য
কবিতাকে মনে হয় জীবনের ব্রত
কবিতা আমাকে করে তুলে উদাসী
কবিতা হাজারো রমণী কে করে প্রেয়সী ।
হায়রে ভাগ্য শীতের অবসান হল
ভাবলাম বসন্তের আগমনে মনে পাব বাসন্তীর বল
প্রকৃতির সুধা পান করে লিখব নতুন কবিতা
জীবনের সব সুখ দু:খের মিলন হবে সেই কবিতায় ।
পারলাম না রচনা করতে সে রকম একটি কবিতা
যে কবিতায় খুঁজে পাওয়া যাবে রবীন্দ্রনাথকে তার গীতাঞ্জলীর মত করে
যে কবিতায় খুঁজে পাওয়া যাবে জীবনান্দ দাসকে বনলতা সেন এর মত করে
যে কবিতায় খুঁজে পাওয়া যাবে ঝাঁকড়া চুলের নজরুল কে বিদ্রোহী র মত করে
যে কবিতায় খুঁজে পাওয়া যাবে জসীমউদ্দিনকে রুপাই এর মত করে ।
আমি জানি আমি ভুল করছি
কবিদের সৃষ্টি শুধুই ভুল
যে ভুল সকলের জন্য ফুল
তারপরে ও কবির জন্য ভুল ।
তাই একটি কবিতা লিখব বলে মহাকালের পর মহাকাল ভাবছি
আমার ভাবনাগুলো ই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা ।