বাংলার মাঠে ঘাটে ফুটে থাকা শত কোটি ফুলের স্নিগ্ধ আবেশ
স্বাধীন বাংলাদেশ।
গহীন বনে মিষ্ট স্বরে হাজারো পাখির গানের রেশ
স্বাধীন বাংলাদেশ।
শত সহস্র নদীর সাগরের পানে উন্মত্ত ছুটে চলার অবিরত প্রয়াস
স্বাধীন বাংলাদেশ।
লাঙলের ফলায় বিদীর্ণ হওয়া ফসলের মাঠ
স্বাধীন বাংলাদেশ।
উর্বর মাটির বুক চিড়ে জন্মানো ফসলের হাসি
স্বাধীন বাংলাদেশ।
বাঙালী নারীর নিপুণ হাতে নকশী কাঁথায় ফোঁড়
স্বাধীন বাংলাদেশ।
তত্ত্ব কথায় মন জুড়ানো বাউল গানের সুর
স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রক্তে দোল দেয়া অবিনাশী সুর
স্বাধীন বাংলাদেশ।
বজ্র কণ্ঠে সাত কোটি বাঙালী কে মোহিত করা মুজিবের ভাষণ
স্বাধীন বাংলাদেশ।
রণাঙ্গণে মুক্তি সেনার বিজয়ের উন্মাদনা
স্বাধীন বাংলাদেশ।
চেতনায় বায়ান্ন, বাষট্টি, ছেষট্টি, ঊনসত্তর, একাত্তর
স্বাধীন বাংলাদেশ।
ধর্ম যার যার রাষ্ট্র সবার চেতনায় বিশ্বাস
স্বাধীন বাংলাদেশ।