মন খুঁজে মনের মত মন
মনের মত মন পাওয়া এতই সহজ নয়,
মনের মত মন না পেলে
জনম ভর জ্বলে পুড়ে নি:শেষ হতে হয় ।
মনে মোর রড় সাধ ছিল
প্রিয়াকে সাজাব নিজের মনের মত করে,
নিজের মত করেই গড়ব
সে আশায় রইলাম সারাটি জীবন ধরে ।
জোছনা মেখে দেব গায়
আঁচলটি বিছিয়ে শোব নিঝুম নিরালায়,
মোদির আখি পানে চেয়ে
ছন্দ রচিব কবিতার প্রতি পাতায় পাতায় ।
আমার কবিতার ছন্দে
সে তার দেহ মন প্রাণ যদি দিত বিলিয়ে,
আমি তার সর্বাঙ্গে ঘুরে
তারই সর্বস্ব বুঝে নিতাম খুঁজে মিলিয়ে ।
ওগো বেলাযে বয়ে যায়
মনেরই মত মন পেলাম না আজও হায়,
প্রতিক্ষণ নিষ্পেষিত হই
আমার সোনালী স্বপ্নের তরী ভেসে যায় ।
মনকে কি করেযে বুঝাই
সেতো আজ মোর কোন কথাই না মানে,
চোখের জলে বুক ভাসাই
মন শুধু চেয়েই থাকে আমার মুখ পানে ।