দু-হাত তুলে প্রার্থনা মোর
খোদা তুমি দয়ার সাগর,
সিক্ত আঁখিতে তোমায় চাওয়া
জল রঙে রাঙিয়ে পাওয়া।
নির্ঘুম চোখ তোমার পানে
কড়া নাড়ে বারে বারে,
তবু আমি প্রেমে মগ্ন তোমার
ক্ষমা করো রাত্রি ভোরে।
কবুল করো প্রভু আঁখির জ্বলে
আবেগী মন প্রতিক্ষিত শেষে,
হয়তো আজি ডাকছে ভারী
দূর অাকাশে মেঘের দেশে।
লক্ষ বন্ধু ডাকছে তোমায়
নিদ্রা সুখ বিষর্জন জ্বালা,
জান্নাতি ফায়সালা করে দিও
ভুবন তরে বিদায় বেলা।