কল্পনার বাইরে তুমি, বাস্তবতা আমার
হঠাৎ কাছে এসে হাত ছুয়ে, দূরে সরে যায়;
স্বপ্ন দেখিনি আমি, নিশ্চুপ ভোরের আড়ালে
গল্প লিখিনি আজও, সূর্যাস্তের শেষ ক্ষণে।।
তোমায় ভেবে এখন আমার রাত্রি জাগা,
তবু নির্বাক ইশারা তোমার কাছে না পাওয়া;
ছুটেছি আমি একা, স্রোতের বিপরীতে
ভালবাসি আমি তোমায়, আমার প্রার্থনাতে।।
অকারণ মেঘ রোদ্দুর মন অভিসারী
সারাবেলা অভিমান শুধু লুকোচুরী
মাঝে মধ্যে নিজেকে অচেনা লাগে
মনটা আনমনা সকাল সাঝে
হঠাৎ জোয়ার ভাটা লাগে মনে হয়
জানিনা মনের ভুলে কোন ভুল হয়।।
সোনালী রোদ বিকেলে তুমি ছিলে আমার,
কত হাসি আর সুখের ছায়ায়-
এ জীবন কেন নিঠুর জালে?
বদ্ধ ঘরের জানালায়;
অশান্তি আর যন্ত্রনা, তবু থাকি আশায়!!