বিস্তৃত প্রাসাদ বক্ষে আমি আজ
দেয়ালের উলঙ্গ ছবি
বন্ধীর মত নিস্তব্ধ,
পাপী বাহুর বিশাক্ত মুভি।
তব আমি জীবন্ত প্রান, শুভ বিজের অংঙ্কুর
গড়ি অম্ভরের নিসৃত বাণী, অসভ্যতার ভাংচুর।
বিদীর্ণ করবো দেশ, গড়ে দেব আলোর পথ
বিদ্যার পথে জাগ্রত করিব অথৈ সমুদ্রের হ্রদ।
উদ্দাম হায়ার তালে নাড়াবো মাথা
বিশ্বসভায় গড়ে দেব সহস্র ক্ষুদ্র ক্ষুদ্র পাতা।
দৃপ্তি শাখা মেলে দিতে চাই সম্মূখে
ফোটাতে চাই পুষ্প, নিষ্পাপ মানবের মুখে।
তুচ্ছ আমি, ক্ষুদ্র আমি, আমি বনস্পতি
বর্ষা ও মৃত্তের রসে পেয়েছি সম্মতি।
আমি অগ্নি উল্লাস প্রতিবাদ প্রতিশোধ
তারুন্যের জয়গান নিসঙ্গতায় নির্বোধ।
আমি করবো ধ্বংস বিভীষিকা তান্ডব
ইতিহাসে নাস্তিক আছে যত সমাজের বর্বর।
তোরা ধরবি কি হাল? ওড়ে ইসলামী মাতাল
মৃত্যু যদিও হয় থাকবি শহীদের সারিতে মহাকাল।।