সত্যি করে বলো, তুমি আমার কে?
শুধু বন্ধু নাকি প্রিয়তমা যে
ভাবতে গেলেই শুন্যতা আসে
কড়া নাড়ে বাড়েবাড়ে
রুপালী প্রহর মিলিয়ে যায়
অতল গহীন অন্ধকারে
কে? তুমি কে?
কাছে আছো ভাবি যখন
বানজারা মন হয় তখন
ভালো লাগে না তুমি ছাড়া
ছন্নছাড়া লাগে ভূবন
কে? তুমি কে?
তোমার তরে কিসের টান
একি শুধু অকারণ;
উত্তর না পেলে তোমার তরে
বিলীন করবো জীবন।
বলনা কে তুমি? কে? কে? কে তুমি?