আমি আলিঙ্গন করিতে চাহি
তোর স্বাধীনতা ও বিজয়ের গান,
যে পথে পদ-দলীতে হয়েছে মা
তোর তরুন-অরুন-সোনার সন্তান।।
স্বাধীনতার মহা সোপানতলে
কত শত সহস্র গেল প্রান
দিয়েছিলো অনায়াসে বলিদান
লেখা আছে মা তোঁর অশ্রুজ্বলে;
কত বিপ্লবী ভাইয়ের রক্তে রাঙ্গা
আবদ্ধ কোঠায় শিকল ভাঙ্গা
স্বদেশ ব্রতের মাহা দীক্ষার জ্বালে!!
সে যে মা আমারও ভাই
তোর রাজ্যে ঠাই আমিও চাই;
হ্নদয় গহীনে ব্যাথার স্রোত
তব পুলকিত তরী উজান বাই।
যাঁরা জীর্ণ জাতীর বেক্ষ জাগালো আশা
ভাঙ্গলো শিকল অানলো ভাষা।
গড়লো আমার মাতৃভূমি
সেই মৃতু্যঞ্জয়ীদের চরম চুমি!
প্রার্থনা কর হে মোর জাগতীক বিশ্বমাতা
জড়িয়ে রাখিতে পতাকা তলে তোঁর স্মৃতিপাতা।
দিয়েছো কত শত প্রান সাদৃশ্য ইজ্জত বলি
পূঁজারী করি রাখি তোঁর চরনের ধূলী।
আজ আমি স্বাধীন বঙ্গের পরম দূত
হ্নদয় নিংড়ানো অনাবিল সুখ;
তাই তোর তরে মা করি সমর্পন
অবেলায় ঠাই দিয়েছো আমার মুখ।।
ভুলিতে চাহে নাকো মন
তোর সাজানো সংগঠন,
তোর রাজ্যের অযাচিত
প্রানের নিঃসরণ।
যোগ্য নাহি মোর তবু আছে অভিলাষ,
বঙ্গভাষা রক্ষিতে বৃত্তি প্রকাশ।
রক্ত রাঙ্গা লাল-সবুজের পতাকায়
অমর করে রাখিবো তোঁকে স্মৃতির পাতায়!!