ও মেয়ে,
স্বপ্ন দেখার আর কিছু নেই
বিশাদ কালো এই দিনে,
জোর-জুলুম আর করবো না
মৃদু হাসির হুমকি দিয়ে।
গল্প বলি যত শত-
স্বপ্ন যায় থেমে;
আকাশে উড়িয়ে দিতে
পারবো না--পারবো না!!
শরীর মন দুই আছে-
প্রহর শেষে স্বপ্ন দেখে;
তোকে দেখে হারবো না।।
ইচ্ছেটা তোর গোটা জীবন
সৎ করে নে নিজের ভূবন
পিছন থেকে তোকে আর
ডাকবো না---ডাকবো না!!
মাতাবোনা অসৎ প্রেমে খেলা
যতই গরুক জ্বালাপোড়া
তোকে দেখে আর ভাববাে না।।
পাঠক আমার কাব্য শেষ;
ভুল হলে তবু করনা হ্রেস!
স্বপ্ন কাব্য হয়ে রয়ে যায়,
গোধুলীর পানে সন্ধা হয়।
তবু হয়না বলা,
ভালোবাসি তােমায়-----!!
যায় না ভোলা-----!!