চিল ডাকা নদীর পাড়
কাক ডাকা শিমুল ঝাড়।
সমুদ্রের আদিগন্ত উপকূল,
রাখালের বাশির সুর।
আঁকাবাঁকা মেঠো পথ,
সবুজের সমাহার।
মনো রসে নিমজ্জিত,
মনে হয় আরশিমহল!
অাবার,
কখনো ঝড় কখনো বৃষ্টি,
নেই মনো তুষ্টি!
শীর্ণ জীর্ণ ক্ষীন মনোবল,
না পারি হতে সবল!