জাগো মুসলিম জেগে উঠো, আর থেকোনা ঘুমে;
ইসলামের আজ দূর্দিন তাই, আর থেকোনা রুমে।
গর্জে উঠো সবাই এবার, উড়াও দ্বীনের নিশান;
ভয় করোনা বিধর্মীদের, থাকতে দেহে প্রাণ।
বির্ধমীরা ইসলাম ধ্বংসের, করছে পায়তারা;
মুসলিম নামের লেবাজ পড়া, মুসলমানের দ্বারা।
তাদের শক্তি যতই বড়, ইসলাম থেকে নয়;
যুগে যুগে বিজীত মুসলিম, কেউ করোনা ভয়।
অশান্তির ছলনায় ওরা জয় পায় মাঝে মাঝে,
অবশেষে চির লাঞ্চিত হয় অপমান আর লাজে।
পথের উর্দ্ধ উঠে ঝড়- বয়ে কত নোংড়া আবর্জনা,
তাই বলে তারা উর্দ্ধে উঠেছে কেউ ভাবিও না।
জয়ে পড়াজয়ে সমান শান্ত রবো আমরা সবে,
জয়ী হবেই হবে এক আল্লাহর মহিমার জয়ী হবে।
নিস্তব্দ রাত নির্ঘুম চোখে ,মুমিন রয়েছে জাগি;
প্রার্থণা তব ভেস্ত নসিবে,আখির অশ্রু ঝাড়ি।
দ্বীনের আলো ছড়িয়ে দাও,সকল লোকের মাঝে;
তারে যেন না যাই ভুলে,স্বরি সকল কাজে।
যে কাজেতে তিনি মোদের ,প্রেরণ করলো ভবে;
সে কাজে যেন প্রতিযোগিতায়, করি মোরা সবে।।
নজরুলের দেশে বিদ্রোহী বেশে, মোরা বিপ্লবী সেনা;
তাই যদি হয় হচ্ছে না কেন?
খোদার ইসলাম মানা।
জসিমের দেশে পল্লী বাংলার, মুসলীম মোর মা;
তবে কেন হচ্ছে না এ দেশে, ইসলাম মোর গা।
দেখো বন্ধু দেখো, বিশ্ব সভায় দেখো,
ইসলামের স্বর্গীয় চাদর, সারা গায়ে মাখ।
আলোর মুকুট বাতিগুলো, পড়ছে আজ খসে;
সভ্যতার প্রাসাদগুলো , পড়ছে আজ ধসে।
হয়তো কোন আজব কিছু ঘটছে হেথায়,
জিহাদ তোমায় ডাকছে মাঠে, আয়রে ছুটে আয়।
তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছো অবিশ্বাসী,
কি পাওয়া যায় দেখোনা একবার, হযরতে ভালোবাসি।
এসো এসো শপথ করি,
ছাত্র যুবক ইসলামী সেনা খোদার পথে চলি,
দিতে হলে দিব জান, ইসলাম রক্ষিতে সম্মান।
খোদা-রাসুলের প্রেম বিহীন কিছূ জানবোনা-জানিনা,
ইসলাম হীনা অন্য কিছু মানবোনা-মানিনা।