আমি ভূখা মানুষের কথা বলছি---
যারা, ক্ষুধার জ্বালায় ডাষ্টিবন থেকে যোগায় ক্ষুদার অন্ন,
জীবনের সাথে যুদ্ধ করে একটু বাঁচার জন্য!
কতদিন অনাহারে, যায়না পেটে ভাত,
ক্ষুদায় জ্বালায় ঘুম আসে না, জেগে কাটায় রাত।।
আমি কৃষকের কথা বলছি---
যারা, মাথার ঘাম পায়ে ফেলে, ফলায় সোনার ফসল,
ন্যায্য মূল্য পায়না তারা, মজুদ দার করে উসূল!
কষ্টের ফসল কম দামে কিনে মজুদ দার,
সেই ফসল মজুদ করে, গড়ে টাকার পাহাড়।।
আমি শ্রমিকের কথা বলছি----
যাদের শ্রমের বিনিময়ে, ঘুরছে মিলের চাকা,
শেষটুকু শ্রম দিয়ে কেন, তাদের জীবন ফাঁকা?
মালিক শ্রেণী গড়ছে বাড়ী, কিনছে দামী গাড়ী,
শ্রমিক শ্রেণী তেমনি আছে চুলায় শূণ্য হাঁড়ী।।
আমি শোষিতের কথা বলছি--
যারা শোষক, শোষন করে, রাতারাতি হয় ধনী,
শোষীত শুধু রহে চয়ে, শোষক দেশের মণি!
অম্বর ছোয়া গড়ছে বাড়ি, হচ্ছে মহা নেতা,
গরীব-দুঃখীর সেবার বালাই নেইকো যেন সেথা।।
আমি অধিকারের কথা বলছি---
পাঁচটি মৌলিক অধিকার, সবার আছে পাওনা,
রাজ-রণী ভোগ করে তা, গরীব দুঃখী পায়না।
অধিকার থেকে বঞ্চিত করে করছে দূর্ণীতি,
রষ্ট্রীয় সসম্পদ বিতরন কালে চলছে স্বজন প্রীতি।।