আকাশ কুসুম কল্পনা নেই আমার
চোখ বুঝলে আর খুঁজলেও
শুধু তোমায় দেখি বারবার,
তিমির আঁধার মাঝেও সে
যেন দুর্দান্ত আলোর সঞ্চার;
আমি'র সত্তা ছেড়েও হয়েছি
আমার তুমিতেই একাকার।
শত ঘাত - প্রতিঘাতেও হয়েছি দূর্বার
অবাক! হতবাক! বিশ্বাসের অমর্যাদার,
স্তব্ধ! চিরোচেনা তার নব প্রতারণার!
সত্যি কথা তো এটাই -
ভালোবাসতে যে যোগ্যতা লাগে;
তা হলো'- শুধুমাত্র - একমাত্র...
ভীষণ রকমের ভালোবাসবার!