কোথা হতে উদয় হলে,
প্রাণ তিমিরের ধরায়-
সূর্য মত দ্বীপ জ্বেলেছি
স্বর্গের সরাব হাতে রায়!
কাল অপেক্ষায় ক্লান্ত আমি;
শুধু তোমারি আশায়........
লক্ষ্যে গেলেও কভুও যেন,
দিওনা ভাসায়.............!!
গ্রাম বাংলার-
মেঠো পথ দেখেছ..
ধুলি মাখা শুভ্র ফুলে,
পাশের ঝিলে রক্তপদ্ম-
ছিঁড়ো না যেন ভুলে....!!
ছোট্ট কালে খেলার মত,
পরীর বেশে এসো.......
দিদির শোনা সে......ই-
গল্প ভেবে-----
খুকির মত হেঁসো.......!!
অর্ধ-সুখের মাত্রা তুমি,
আদরে পোষা তোতা-
জীবন পথে কঠিন তুমি,
- সুখের পূর্ণতা!!