কলম- অতি ছোট্ট বস্তু;
এই না পৃথিবীতে-
কত জনে, পাগল পারা
একটু ছোঁয়া নিতে।
ছোটন লেখে পড়ার মাঝে-
বড় গিয়ে অফিস,
বাবাই হিসাব না কষিলে
আয়-ব্যয়ে হিবে মিশ।
দাদা লেখে গল্প-কবিতা,
দিদি লেখে গান-
কলম ঘুরাতে না জেনে,
দেখেছে কতই টিপ সইয়ের ফাঁন!
কলমেতে আয় হচ্ছে
কলমেতেই ব্যয়,
কলম আয়ে ভুলছে কত-
ন্যায় - অন্যায়।
কলমেতে জয়-পরাজয়,
আসল লক্ষ্যের মূল-
কলম ঘুরিয়ে বোঝে কলমী
সঠিক কিংবা ভুল।
কলম দুঃখে-সুখের ছোঁয়া
মরুর ফোঁটা ফুল-
এক প্যাঁছেতে দেখিয়ে দিবে,
জীবন - মরণ শুল।
কলম ধরো নির্ভয়ে-
সত্যে হয়ে মশগুল,
সৎ-প্রতীকে জীবন সপো,
কলম সবের মূল।