শুধু ঝরে ঝর ঝর আজ বৃষ্টি সারাদিন
আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন ।।
দুরু দুরু মেঘের ডাক, আকাশ কিনারে।
মুসুরিফোটা বৃষ্টি পড়ে, সারাবেলা ধরে
সহিতে পারেনা আর, হইয়া পরস্পর
শুয়ে পড়ে ঘাসের ফুল, জলের উপর।।
হাঁসেরা করিছে খেলা, ছিপছিপে জলে।
ঝিমরিয়ে বসিয়া পাখি, গাছের ডালে।।
বিরক্তের জ্বালা ধরে, ভেকের চিৎকারে
ভিজিয়া হাঁটিছে কানাই, বগলেতে ছাতা,
বালকেরা বল খেলে, ঘাসডোবা জলে
ছুড়ে মারে কাদা করো, কপালে ও গালে।।
ভরে গেছে খাল বীল, পুষ্করিণীর সাথে।
হাটু জলে কানু কাকা, চাকজালি হাতে,
খড়কুটো আরও কত, ছিলো জঞ্জালে
ধুয়ে যায় গাঁয়ের অশ্লীল, বৃষ্টির জলে।।
শুধু ঝরে ঝর ঝর আজ বৃষ্টি সারাদিন
আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন ।।