ভোরের আলোয় যখন চেয়েছি
তোমায় নিয়ে লিখবো প্রভাতি গান ।
লিখতে বলেছো তোমাকে নিয়ে, হয়তো পারবো না ।
তুমি যে আমার লেখার খাতায় বেমানান ।
যেখানে শব্দেরা করে না লুকোচুরি , মেঘেরা স্থির ।
ভালোবাসার রঙে রাঙা সবদিক ।
সেদিন বললে তোমায় নিয়ে লিখতে,
ঝড়-বৃষ্টি-প্রেম নিয়ে নয় ।
এমন কি তোমার খোঁপায় গোঁজা যে গোলাপ তা নিয়ে নয় ।
তোমার চোখে যে বৃষ্টি ঝড়ে,
সেই বৃষ্টি নিয়ে নয় ।
তুমি বললে লিখতে, তোমাকে নিয়ে ;শুধুই তোমাকে নিয়ে ।
কত না শব্দ চুপি চুপি এসে ফিরে গেলো বিষণ্ণ মনে,
অনেক কষ্ট দিয়েছি, কিন্তু লিখতে পারি নি ।
শব্দ দিয়ে কি আর তোমায় নিয়ে লিখা যায় ,
অমিত্রাক্ষর ছন্দে কি আর অনন্য কোনো
জীবনের রঙ্গিন সুর বাঁধা যায় ?
লিখতে বলেছো তোমাকে নিয়ে ।
কি দিয়ে লিখবো তুমিই বলো,
চাঁদ কে যে আমার পছন্দ নয়
আর রাত, সেতো আঁধারেরই পূজারি ।
সূর্যাস্তে তা যতটা লাল হয় মিশে যেতে যেতে,
হাসলে তোমার গাল, তার চেয়ে রক্তিম হয় ।
তোমার হাসি নিয়ে লিখতে পারবো না,
তাহলে সাগরকে নিরব করতে হবে ।