নিভে যাবে ভালো দিন ফুরুলে
   এমনতো কোন কথা নেই
আজ আমার মন ভালো নেই ।


কাটানো অতীতের সৌভাগ্যে
হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়
আজ আমার মন ভালো নেই ।

চোখ বুঁজে শুষে নিতাম স্পর্শের অমৃত।
আজ মরুভূমিতে আমি পথ হারা
আজো তপ্ত বুকে সেই তৃষ্ণা!
তবু এক বিন্দু জল ধরা দেয় না।

আজ নিজেকে বড় অপুর্ণ মনে হয়,
আলাদীনের চেরাগ খুঁজে বেড়াই!
তারপর নিজের ব্যর্থতায় নিজেই হাসি!
তারপর নিজেই কাঁদি-
তারপর ব্যকুল হয়ে আবার খুঁজি!

আজ আমার মন ভালো নেই ।
   আজ আমার মন ভালো নেই ।