ঝুলছে মনে মনের ওঠানে বন্ধ শিক্ত করন
আজ বুঝি আর আমায় তোমার নেই সরন,
তুমি ও আছ আমিও আছি কেন এত্ত উপকরন
দু” জনা আজ দু দিকে ঝুলছে তালা করন ।
সব কিছুতে তুমি আছো এখন আমি বুঝি তা
যখন তুমি ছিলে পাশে বুঝতে পেতাম না ,
মনে আজ ঝুলছে তালা নেই কোন করন
তুমি নেই পাশে আমার নেই উপকরন ।
আমার ভাবনায় আছো তুমি যেমন
তোমার মনে ঝুলছে তালা আমার স্বরন !
ঝুলছে তালা আজ ঝুলছে তালা
মেটায় না আর মনের জ্বালা তুমি সিক্ত ।
আমার মনে আজ তাই উদ্ধ্যকতন
ঝুলছে তালা ! ঝুলছে তালা !
আমার মনের তুমি স্বরন ।