মানব কারে কয় রে ও মন
মানব কারে কয়
দেখতে যে জন তোমার গঠন
মানব সে জন তয়?
দুহাত নিয়ে জন্মে যে জন
পরের কাটে হাত
গঙ্গা জলে হয়ে সূচি
বাঁচালো যে জাত।
মানব সে জন তয়?
জিভটা যাহার ছুড়ির ফলা
সামনে পেছন কাটে
মুখের মিষ্টি বিষ হয়ে যার
ঝরে বিহান রাতে।
মানব সে জন তয়?
প্রেমের নামে কায়ার জাদু
সাঁঝের মায়ায় ফানুস
চোখের চামড়া ভাড়ায় খাটায়
প্রেমের কাঙাল মানুষ।
মানব সে জন তয়?
মানব কারে কয় রে ও মন
মানব কারে কয়
মন টাতে যার পরে ছায়া
মানব সে জন তয়?