তুমি বলেছিলে এত বড় পৃথিবীতে তোমার আর কিছু নেই এমন আপনার,
আমি ছাড়া...।।
আর আমি? আকাশ হয়ে জড়িয়ে নিলাম তোমায়,
কিসে তোমার ভালো লাগা,কোন ছায়াটি তোমার অপছন্দের
কুমড়োর বড়ায় ঠিক কতটা লবন চাই ,
এমনকি ঘরের পাপোশটা কোন পাশে ভালো দেখাবে ,
সব...সবই আমার চেনা ।
তোমার হাতের তালুতে সাজানো পৃথিবীটা ছিলো
আমার আলোয় উজ্জ্বল......
তেমনটাই মনে হতো।
তুমি ও এমন অবুঝ সেজে থাকতে...
সময়ের হিসেব-নিকেষ, সর্দি-কাশি, লাভ-ক্ষতি
এসবই তোমার জন্যে তোলা ছিলো।
তোমার আমার কথার পরেও কথা বোনার অন্তহীন প্রহরগুলো
কতোটা সময় জীবন থেকে সেঁচে নিলো
কখনো কখনো ভাবতাম, যদি আমার কিছু হয়ে যায়
কে আগলাবে তোমায়? তোমার মাথায় বিলি কেটে কে তাড়াবে কষ্ট?
কে তোমায় সাজাবে নানান রঙেতে?
প্রেমে পড়লে নারী এমন করেই কি মায়ার গ্লুতে আটকে পড়া রাধা? নিজের ভালো লাগা, মন্দ লাগা মনের কোন কুয়ায় ছুঁড়ে ফেলে, কৃষ্ণের স্বপ্ন , ইচ্ছে অনিচ্ছের ট্রফি সাজানো বুকের তাকে।
সকাল বিকেল আলতো করে ধুলো মোছা, পাছে ভেঙে যায় যদি।
আর তুমি ?
ননীর পুতুল সেজে আমায় ভোলাও।
তারপর..?
ভালোবাসার ক্লোরফর্মে ঘুম পাড়িয়ে দক্ষ ভাস্করের মতন আমায় কেটে কেটে নিজের মতন করে গড়ো ।
আবার নতুন ঢেলার সন্ধান পেতেই পুরনো আছড়ে ভেঙে
নতুন খেলায় ওঠো মেতে।
তোমার গড়া পুরনো মূর্তি টা,
বালির মতন গুড়ো হয়ে ছড়িয়ে পড়া দেহ টাকে
আস্তে আস্তে আবার নারীর রুপ দেয়।
আবারো কোন মায়ায় নিজেকে ডুবিয়ে সুখের ঠিকানা খোঁজে ।
তবে তার আর আকাশ হয়ে ওঠা হয়না।।
আমি আর আকাশ হবো না কারো।