কানু মিয়ার মুরগীর ফার্ম
ডিমের জন্য খুব নাম দাম।
বিশাল বপু সাইজে খাটো
কাপড় পড়ে আটোসাটো।
শ্যাম বেপারী বেঁচে হাঁস
হাঁস খেয়ে রয় বারো মাস,
দৈর্ঘ্য প্রস্থে সমান বেড়
কন্ঠ খানা কচি ঢের।
রাজ চন্দ্রের ফার্মটা বিগ
ছাগল আছে, আছে পিগ
চিকনা শরীর বাঁশ ও ফেল
খায় শুধু জুস, গাছের বেল।
____________________________
তিন জনাতে যুক্তি করে
গাঁথলো ইটের দেয়াল
রুখতে হবে শেয়াল ভায়া
রুখতে হবে শেয়াল।