১
পথ কে তুমি বললে ডেকে
এমন কেন থাকিস বেঁকে?
যখন যে পথ হাঁটবো ভাবি
তুই তখনই উল্টে যাবি ?
২
পথ বলে তুই চিনিস যদি
সোজাই পাবি নিরবধি
কাঁদিস না রে ও অভাগা
সাহস করে একটু আগা,
অচেনা পথ হেঁটে গেলে
নতুন আলোর দেখা মেলে।
৩
ঘরেই যদি থাকিস বসে
এদিক ওদিক হিসেব কষে
ওখান টাতেই যাবি থেমে
জট বাঁধা চুল উঠবে ঘেমে।
৪
থেমে থেমেও হাঁটিস যদি
পেরোস সাঁকো একটু নদী
পথের শেষটা মিলবে জানিস
স্রষ্টা কে তুই একটু মানিস।
পথই তোকে দেখাবে পথ
নতুন ভোরে কর এ শপথ।
২৫.০৭.২০১৬