অনুপ আমার বন্ধু
উস্কুখুস্কু অবিন্যস্ত চেহারা, তেল চকচকে চুলে
সরু সিঁথির ভাঁজ
পাটভাঙা গেরুয়া রঙের শার্ট এর পকেটের কাছটায়
কোন এক যুগে অসাবধানতার বাহক
কয়েক ফোটা মশলার আঁকিবুকি আর
খুব সেকেলে দাদা-পরদাদার আমলের
ঢিলে ঢালা ট্রাইজারের হাঁটু বরাবর ভুল রঙের সুতোর নিখুঁত রিপু।
সেই অনুপ, আমার বন্ধু।
কলেজ ফাইনালের পরই বাবার মৃত্যু,
পাঁচ সদস্যের পরিবারের বাটখারা তার হাতে
ছেলেমানুষি চঞ্চল চোখের তারার জাদু
নিমেশেই যেন মলিন ডোবার পদ্ম।
আকাশের পেছনের আকাশ টা তে মেঘের দস্যু ছেলেদের গোল্লাছুট,
আর অনুপের মনের খুব গোপন কোণে সাদা ধবধবে মন্দিরটা,
যার রানী রুপা, সে শুধুই মাঝ রাতের কোন সুখ স্বপ্ন।
জীবন এভাবেই নানান স্রোতের খাঁজে দমবন্ধ ছটফটে ঘাসফড়িং
স্বস্তির স্পর্শকাঙাল বাউল, একতারার সুরে
হারানো মাটির ভাপে আলসে জোনাক পোকা।
অনুপ আমার বন্ধু, আজ স্রষ্টার করুনার ভাগীদার।