গোলাপ ফুটলেই কামড়ে নিয়ে
কচি পাতারে দুমড়ে মুচড়ে দিয়ে
এই যে নিচ্ছো বুকের পশমে পৈশাচিক স্বাদ,
রেখ যাচ্ছ পাপের ভূমি
তাকিয়ে দেখ নরকে তুমি,
নিজ মেয়ের কাপড় টেনেই নিও সুখের ভাগ।
চুপ করে যারা ভাবছি
ঘরের কোণে তো ভালো থাকছি,
আদতে, বেহায়া হওয়ার অভিনয় করছি।
জঙ্গলে নিথর হীরামনি ভাবে
এই যদি মনুষ্যত্বের মানে হবে,
সমাজকে কেন বেশ্যালয় বলে না তবে!
কাপড় গুজা তোর আর্তচিৎকারে
আজ আমরা নির্বিকার তিন বেলা আহারে
বেঁচে রইলাম, তোর চোখে চোখ রেখে,
নিজ বিবেকে ধর্ষিত করে যাব নিজেরেই।