আমি পুরো অধ্যায় ঝুকে ঝুকে
মুখস্থে ফেনা তুলতে আর চাই না।
আমি বছরে তিন বারের বেধড়ক
পরীক্ষা দিতে আর চাই না ।
আমি বইয়ের ভারে নুইয়ে পড়া কাঁধ
দেখে গর্বিত হতে আর চাই না ।
আমি স্বপ্নে রোজ পড়া শেষে
দলান গড়া, গাড়ি চড়ার সাধ নিতে আর চাই না।
আমি সব বন্ধ কেতাবের ধূলো ঝেড়ে মুছে
প্রতিনিয়ত তেল মাখতে আর চাই ।
আমি মধ্যরাতে গুনগুনিয়ে লাইনে লাইনে
সামাজিক আশা জাগাতে আর চাই না।
সমৃদ্ধির প্রতিযোগিতায় দলে দলে
মিথ্যার হাসি হাসতে আর চাই না ।
বৈষম্যের মূল যখন কাগজ লিপি,
তখন আর শিক্ষিত হতে চাই না।
খ্যাতির বশে তুচ্ছ যখন রাস্তার অলি গলি ,
তখন বছর বছর দাঁত কেলিয়ে পাস দিতে আর চাই না।
প্রবাদে আপদে লেখা পড়া করে
শুধু গাড়ি ঘোড়া চড়াই যখন শখ,
তখন শব্দকোষে ভারী চশমায়
ঠোঁট ভিজিয়ে জ্ঞান নিতে আর চাই না।