মৃত্যুরা মিছিল মিটিং করে
হানা দেয় আগলে  রাখা ঘরে,
খুবলানো ফুসফুসে ভালোবাসার স্বরে।

আমিও দেখি উদয় অস্তের খেলা
কিনারাহীন সাগরে কঁচু পাতার ভেলা,
লোভ, তৃষ্ণা, আশায় বাঁচাকে তুচ্ছ করে ফেলা।

আজ দেখি কাগজের বাজারে
ভয়হীন প্রাণী হাজারে হাজারে,
বত্রিশ পাটি হাসি, ব্যবসা হচ্ছে সজোরে।

কলকব্জা ইঞ্জিন মুড়িয়ে নতুন টায়ারে
পিষ্ট হবে সাধের স্বপ্ন মহারাস্তায় তাড়িয়ে,
চাষির সোনালী ফসল যাবে বিনামূল্যে হারিয়ে।

তবুও ধ্বনিত হয় শান্তি,প্রশ্বাসের বিজয়া
বন্ধ চোখে কিছুই নেই অপয়া,
যতই বা কবরে বাঁশ, চিতায় চন্দন দাও সাজিয়া।