বিদায় নেবার সময় এসেছে বলে
স্মৃতিগুলোকে রেখে দেবে কি কোলে?
সম্পর্কটাকে কি দমকা হাওয়ায় উড়ন্ত
শুকনো পাতার নাম দিবে?
নাকি কড়া রোদে উবে যাওয়া
প্রস্বেদনের জলের ধারার দিকে চাইবে।
দু'জনার হাতের ছোয়ার ছাপগুলোকে কি
প্রমত্তা পদ্মায় সমর্পন করবে?
নাকি তুচ্ছ হতে থাকা শিমুল তুলোর
দখিনা টানে দূরে ভেসে যাওয়া দেখবে?
চোখের ঝাপটায় বলা আজন্মের কথাগুলোকে কি
ঐতিহাসিক সব উপন্যাসে ঠাঁই দিবে
নাকি আঁধ ফালি চাঁদ রাতের ঘন কেশের আঁধারে
মিট মিট করে তাঁরার রূপে চাইবে?
প্রনয় আর ভালোবাসায় কি
থমকে যাওয়ার ফারাক করবে?
নাকি চাওয়া পাওয়ার অশেষ ফাঁদে
নীল শাড়ি কাজল চোখে সমাপ্তি ধরা দিবে।