বাগানে থাকুক দাঁড়কাক
কোকিলের জায়গা জলে,
আমার রাজ্যে আমারই নিয়মেই চলে।
জি হুজুর; হ্যাঁ হুজুর; চলুক হুজুর!
সত্য বললে হবে সাজা
মিথ্যাতে নর্তকী দিবে মজা।
আমার জমিনে তাল গাছে ঝুলবে খেজু্র,
তাই তো হুজুর; হবে হুজুর; ঝুলুক হুজুর!
রাজ্যে প্রতিবাদ!এ আবার কিসের আবাদ?
কান্না ভিন্ন প্রজার কি দরকার অন্য কোন স্বাদ ।
নদী খালে বিলে ভাসবে লাশ
শাপলা পদ্ম হবে টবে চাষ প্রচুর,
আলবত হুজুর;সেটাই হুজুর; বেশ তো হুজুর!
মুচি বেটা করেছে চুরি
ঝলাও ফাঁসিতে, বেটার নেই কেনো ভূড়ি?
মন্ত্রীর বাড়িতে রাধবে পায়েশ ,
আরও আরও দাও দুধ চিনি গুড়।
সাবাস হুজুর; মহান হুজুর; জো হুকুম হুজুর!
ন্যায়ের কথা বলে নাকি লোকে,
চাষা ভূষা ন্যায়ের কি বোঝে?
জ্ঞানীর কেবল ঘুমই সাজে।
দালান গড়ো করে মুটে মজুরের হাড় ভাংচুর
খুবসুরাত হুজুর; হবেই হুজুর; মহান হুজুর!
দেশে আমার সূর্য উঠাও পশ্চিমে
দুপুর বেলায় চাঁদ দেখাও,
বিকাল বেলায় রোদ উঠুক সবদিনে।
মন্ত্রীসব, আজ থেকে নেই মরার নেই কোন ভয়,
জয়! হীরক রাজার জয়; জয়! হীরক রাজার জয়!