পাপের পথে চলতে নেই,
যার শেষে শুধুই ধ্বংস, হে ভাই,
অন্ধকারে ডুবে থাকে মন,
নিরাশার ছায়া তায় ভাসায়।

পাপের স্রোতে ভেসো না,
আসবে না শান্তির হাওয়া,
সত্যের পথে চললে সবে,
আসবে আলোর ঝলকানি সেথা।

মিথ্যে বলে লাভ কি, বলো?
ফিরে পাবে না তৃপ্তি!
চুরি ক'রে সুখের আশায়
মেলে কি কখনও মুক্তি?

অন্যায় থেকে মন সরাও,
ধর্মের পথে পা বাড়াও,
পাপের ঘরে নেই শান্তি,
ভালোর পথে সফলতা পাও।

সৎ পথে থাকো, সাফল্য আসবেই,
পাপের ধোঁয়ায় হবেনা ঘেরা,
সত্যের দীপ্তিতে উদ্ভাসিত জীবন
আনবে সুখের প্রভাত নতুন করে।