সত্যের পথে যদি মৃত্যু আসে,
আলহামদুলিল্লাহ, বলি হাসিমুখে।
বেদনার ছায়া পড়ে না বক্ষে,
জয় করি আমি আঁধারের বুকে।

দুনিয়ার মোহ, স্বপ্নের ফাঁদ,
ভেঙে ফেলেছি, করিনি আপস।
সত্যের পতাকা বুকে নিয়ে,
চলেছি আমি মৃত্যুর পাশ।

যে পথ রক্তে, যে পথ ত্যাগে,
সেই পথেই শান্তির বারতা।
জীবনের শেষ ধাপে গিয়ে,
করি পূর্ণ ঈমানের প্রার্থনা।

সত্যের মাঝে জীবন হোক শেষ,
আলহামদুলিল্লাহ, হৃদয়ে ঢেস।
পথিক আমি সেই চিরন্তন,
শাহাদাত চাওয়া এক সাধনা এমন।