নির্বোধেরা গর্ব করে, অহংকারে মাতে,
নিজেকে বড় বলে, সবকিছুতে হাসে।
বড়াই করতে চায়, প্রদর্শনে মুগ্ধ,
যেন আকাশে ওড়ে, পায়ের নিচে ধূলি তুচ্ছ।

অজ্ঞানতার বোঝা, মাথায় রেখে হাঁটে,
জ্ঞানীর সামনে হলেও, ভুলের পথেই পা দেয়।
বিচারবুদ্ধি নেই, সবকিছুতে শূন্য,
কৃত্রিম বড়াইয়ে জীবন করে চূর্ণ।

কিন্তু যে সত্যের পথ, আলোকিত ধারা,
জ্ঞানীরা সে পথে, চলে নীরবে সারা।
নীরবে অর্জন করে, জ্ঞানের সম্পদ,
অহংকারের ধোঁকা, তাঁদের করে না বদ।

অহংকার নয়, বিনয়ই শ্রেষ্ঠ,
জ্ঞানের আলোয় চলা, করে মন পবিত্র।
বিচক্ষণরা জানে, বড়াইতে নেই সুখ,
জীবনের সার্থকতা, বিনয়েই বয়ে যায় সুখ।