অন্যায় দেখলে নীরব নই, সত্যের পথে চলবো সবাই!
অপরাধকে করবো বর্জন, মানবতার হবে অর্জন!
ন্যায়ের পথে অটল থাকি, অন্যায়কে করি ঠাঁইহীন!
সত্যকে ভালোবাসি, অন্যায়কে করি ধিক্কার!
সৎ পথে জীবন গড়ি, অন্যায়কে দূরে করি!
প্রতিটি পদক্ষেপে ন্যায়-সত্য, মানবতাই আমাদের লক্ষ্য!
অপরাধের কাছে মাথা নত নয়, সততার পথে অগ্রণী হয়!
মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই, সত্যের আলোয় পৃথিবী সাজাই!
দেশ ও সমাজের কল্যাণে, অপরাধকে করি সমূলে নির্মূল!
মিথ্যার কোনো স্থান নেই, মানবতা সর্বত্র ছড়াই!
প্রতিটি হৃদয়ে ন্যায়ের আলো, অপরাধের জন্য কোনো ঢাল নেই!
সত্যকে আলিঙ্গন করি, অপরাধকে প্রতিরোধ করি!
ন্যায়ের পথে বাঁচবো আমি, সমাজে অন্যায় ঠাঁই নেই!
ভালো কাজের প্রেরণা হবো, খারাপ কাজকে বিদায় দেবো!
দুর্নীতি করবো না, অন্যায় প্রশ্রয় দেবো না!
সমাজের সেবায় জীবন কাটাবো, সত্য ও ন্যায়ের আলো ছড়াবো!
অন্যায়কে করি পরিহার, সত্য-ন্যায়ে বিশ্ব হবে সুন্দর!
সততা আমার পরিচয়, অন্যায়ের কাছে মাথা নত নয়!
ন্যায় ও সততার পথে থাকি, অপরাধকে করি নির্মূল!
মানবতায় গড়বো জীবন, অন্যায় হবে পরাজিত!