সিনিয়রের চেয়ারে বসার লড়াই,
তাদের দৃষ্টি শুধু ক্ষমতার বড়াই।
সামনে বসাবে না, শেখাবে না কিছু,
সত্যের পথটাই যেন হয়ে যায় রুগ্ন।
জুনিয়রেরা থাকে দূরে, ছায়ায় আড়াল,
তাদের কাছে পৌঁছায় না জ্ঞানের আকাশ।
প্রেসক্লাবে চলে কাকে সরানোর খেলা,
কীভাবে ধরে রাখা যাবে ক্ষমতার মেলা।
তবু এই লড়াইয়ে হারিয়ে যায় স্বপ্ন,
ভবিষ্যৎ প্রজন্ম পায় না পথের ধ্বনি।
সাংবাদিকতার আদর্শ যে মহামূল্য,
তারাই করুক না সেই চেতনার বুনন।
হে সিনিয়র, দাও তাদের পাশে বসার অধিকার,
তোমার অভিজ্ঞতায় তৈরি হোক নতুন আলো।
ক্ষমতার মোহ নয়, শেখাও সত্যের কথা,
একসাথে গড়ি আগামী দিনের প্রার্থনা।