ভালোবাসার গল্পে আঁকা
সবুজ শ্যামল স্বপ্ন মাখা,
নির্জনতায় সুরের ঢেউ,
ভালোবাসা সবেতে ঢেউ।
যখন থমকে যায় জীবন,
মনেতে বাজে যন্ত্রণা,
তখন আসে নিঃশব্দে,
ভালোবাসার মায়া ছন্দ।
চোখে চোখে রাখা ভাষা,
আলোর মতো গোপন আশা,
ভালোবাসা নিভৃতে গাঁথা
মনে মনে স্বপ্ন বাঁধা।
পথে পথে ক্লান্তি থাকে,
তবু ভালোবাসায় রঙ মাখে,
অবসরে আসে সেই ঘরে
ভালোবাসাই শান্তি ধরে।
দিনের শেষে ভালোবাসা,
যন্ত্রণা ভুলিয়ে রাখে আশা,
সুখে-দুঃখে হাতটি ধরা
ভালোবাসা জীবন-স্বরূপ ধারা।