এই পৃথিবীতে সবাই চায় হাসি খুশি জীবন,
কষ্ট লুকিয়ে সাজায় সুখের মিথ্যে বীণ।
চোখে জল নেই, তবু মনের অশ্রু ঝরে,
মুখে হাসি, অথচ হৃদয় রক্তক্ষরে।
চাঁদের আলো দেখে মন ভাবে সান্ত্বনার গান,
তবু অন্ধকার ভাঙে না দুঃখের সূচনাকাল।
পাহাড়ের মতো দৃঢ় হয়ে থাকতে চায় সবাই,
অভ্যন্তরে লুকিয়ে থাকে ব্যথার পাহাড় ভাই।
ফুলের মতো হাসে তারা, সৌন্দর্যের বাহিরে,
তবু কাঁটার মতো কষ্ট লুকিয়ে গভীর ভিতরে।
জীবন যেন নাটক মঞ্চ, প্রতিদিন নতুন রূপ,
মুখোশের আড়ালে কেউবা ভাঙে, কেউবা ভাঙে সুখ।
তবু এটাই জীবনের নিয়ম, এটাই পথচলা,
কষ্ট সয়ে এগিয়ে যাওয়া, স্বপ্নের আলো জ্বলা।
হাসি-খুশিতে ভরা মনেই থাকে জীবনের জয়,
কষ্ট লুকিয়ে এগিয়ে চলা, তবেই বাঁচার নয়।