ষড়যন্ত্র থাকবেই তোমার পিছে লেগে,
ছায়ার মতো ঘুরবে দিন রাত মিশে বেগে।
স্বপ্নের পথের বাঁকে বাঁকে জাল বিছিয়ে,
তোমাকে থামাতে চাইবে বারবার ইশারা দিয়ে।

তোমার সাফল্যের আলোয় যারা জ্বলে,
তাদের হৃদয়ে জমে কুৎসার তলে।
তোমার প্রত্যেক পদক্ষেপে ফিসফাস,
বদনামের ঝড় তুলে ভাঙতে চায় সাহস।

তবু থামো না, হাল ছেড়ো না তুমি,
সত্যের সৈনিক দাঁড়িয়ে থাকে কঠিন ভূমি।
ঝড় এলে মাথা নিচু নয়, তুলে ধরো,
মিথ্যার দেয়াল ভেঙে এগিয়ে চলো ভোর।

জেনে রাখো, ষড়যন্ত্র হলো সময়ের খেলা,
যে সাহসী লড়ে যায়, তার হাতে মেলে মেলা।
যে দৃষ্টিতে থাকে ধৈর্যের আলো,
তাকেই সম্মান দেয় পৃথিবী কালো।

তোমার হাতে আছে ভবিষ্যতের চাবি,
বাধা যত আসুক, থেমো না—তুমি হবেই কবি।
তোমার স্বপ্ন যদি সত্যের পথে দাঁড়ায়,
ষড়যন্ত্রের শক্তিও তোমার কাছে হার মানায়।