ক্ষমতা কি শুধু অহংকারের নাম?
নাকি সেবার জন্যে এক পবিত্র মানাম?
যেখানে শক্তি মানে শান্তি প্রতিষ্ঠা,
নেতৃত্বের পথ যেন হয় আলোকদিশা।

ক্ষমতা দিলে ভেবে নাও একবার,
এর ভার কতটা গভীর, কতটা দরকার।
নিজ স্বার্থে নয়, সবার জন্য কাজ,
ক্ষমতা মানে হোক মানবতার সাজ।

অহংকারে যদি ভেসে যাও তুমি,
অন্ধকার গ্রাস করবে দিনের রবি।
ক্ষমতা যদি হয় সেবা ও দান,
তবে বদলাবে পৃথিবী, হবে জয়গান।

তাই বলি তোমায়, সতর্ক হও ভাই,
ক্ষমতার পথে চলো বিনয়ের ছায়ায়।
মানবতার পথে দাও শক্তির শপথ,
তবেই পূর্ণ হবে জীবন, মহৎ।