কেউ আবার ক্ষমতার মোহে ব্যস্ত
কেউ আবার প্রতিযোগিতার দোহাইয়ে ব্যস্ত
কেউ আবার ঈর্ষার আগুনে ব্যস্ত
কেউ আবার ঘৃণার বিষে ব্যস্ত
কেউ আবার মিথ্যার জালে ব্যস্ত
কেউ আবার দুঃখের কান্নায় ব্যস্ত
কেউ আবার নিজেকে বড় ভাবতে ব্যস্ত
কেউ আবার পরের উপহাসে ব্যস্ত
কেউ আবার মিথ্যে গল্প গড়তে ব্যস্ত
কেউ আবার পেছনের কথা গুছাতে ব্যস্ত
কেউ আবার লোভের ভাণ্ডারে ব্যস্ত
কেউ আবার প্রতারণার কৌশলে ব্যস্ত
কেউ আবার আলোচনায় অন্যায় ছড়াতে ব্যস্ত
কেউ আবার ভুলের দায় চাপাতে ব্যস্ত
কেউ আবার নিজের স্বার্থে সবাইকে ভুলে ব্যস্ত
কেউ আবার দুর্নীতির ফাঁদে ব্যস্ত
কেউ আবার মনের সঙ্কীর্ণতায় ব্যস্ত
কেউ আবার অপমানের প্রতিশোধে ব্যস্ত
কেউ আবার লুকোচুরির খেলায় ব্যস্ত
কেউ আবার কথার মারপ্যাঁচে ব্যস্ত
কেউ আবার অভিমানের ভেতর ডুবে ব্যস্ত
কেউ আবার অন্যের ক্ষতি করতে ব্যস্ত
কেউ আবার হিংস্র মনোভাব নিয়ে ব্যস্ত
কেউ আবার মনের অন্ধকারে ব্যস্ত
কেউ আবার কল্পনার মায়াজালে ব্যস্ত
কেউ আবার অহংকারের চূড়ায় ব্যস্ত
কেউ আবার ক্ষমার বদলে প্রতিশোধে ব্যস্ত
সবাই নিজেদের ভ্রান্তি আর মোহে ব্যস্ত
শুধু মানুষ হওয়া থেকে দূরে ব্যস্ত।