যদিও ডিপ্রেশন, আঁধারে ঘেরা,
মন যেন ক্লান্ত, বিষাদে ভরা।
তবু সেই গভীর নিরবতায়,
শান্তি লুকায় এক নিভৃত ছায়।

বেদনায় বোনা এক নীরব গান,
আকাশে ভাসে নিঃশব্দ প্রাণ।
অন্ধকার যত গভীর হয়,
আলোর গল্প ততই জয়।

চোখের জল মুছে যে পথ হাঁটে,
সে-ই তো দেখে ভোরের সাথে।
যদিও ডিপ্রেশন, তবু এ জানি,
তার মধ্যেই শান্তি লুকিয়ে আনি।